|
প্রিন্টের সময়কালঃ ০৮ ডিসেম্বর ২০২৫ ০১:৫৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ অক্টোবর ২০২৫ ০৪:৫৬ অপরাহ্ণ

রুবাবা দৌলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম নারী পরিচালক


রুবাবা দৌলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম নারী পরিচালক


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিহাসে প্রথমবারের মতো নারী পরিচালক হিসেবে দায়িত্ব নেবেন রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন পেয়ে তিনি এই পদে আসছেন। রুবাবা উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক হিসেবে সুপরিচিত। বর্তমানে তিনি বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন।
 

এর আগে এনএসসির মনোনয়ন পেয়ে বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পান ইশফাক আহমেদ। তবে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করার কারণে তার মনোনয়ন বিতর্কিত হয়ে ওঠে এবং নির্বাচিত হওয়ার পরই এনএসসি তার মনোনয়ন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়।
 

ইশফাক আহমেদের স্থলে রুবাবাকে বিসিবির পরিচালক করার সিদ্ধান্ত নিয়েছে এনএসসি। আজ (মঙ্গলবার) দুপুর নাগাদ তার নাম ঘোষণার কথা ছিল। জানা গেছে, রুবাবা বিসিবি পরিচালক পদে যোগদানের আগে বর্তমান প্রতিষ্ঠান ওরাকল থেকে ছাড়পত্র নিতে চান। তাই নাম ঘোষণায় কিছুটা বিলম্ব হচ্ছে। তবে ছাড়পত্র প্রাপ্তি ও বিসিবিতে যোগদানের বিষয়ে কোনো জটিলতা নেই বলে জানা গেছে।
 

রুবাবার ক্রীড়াজীবনও সমান বিস্তৃত। তিনি ২০০৯-২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া ১১ বছর গ্রামীণফোনে প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় দলের প্রধান স্পন্সরও ছিল।
 

রুবাবার পারিবারিক পটভূমিও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ। তাঁর মামা ছিলেন বিশিষ্ট শিল্পী কামরুল হাসান এবং জনপ্রিয় নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম তার ফুপু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ শেষ করেছেন। এছাড়া স্টকহোম স্কুল অব ইকোনমিক্স ও লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। নারীদের বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি অনন্যা শীর্ষ দশ পুরস্কারও লাভ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫