১২ বছর পর কারামুক্ত হলেন ডেসটিনির এমডি রফিকুল আমীন
ঢাকা প্রেস নিউজ
ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ১২ বছর পর কারামুক্ত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
এই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান, বলে জানিয়েছেন কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স- ঢাকা বিভাগ) মো. জাহাঙ্গীর কবির।
মুক্তির খবর জানার পর থেকেই ডেসটিনির সদস্যরা কারাফটকে ভিড় জমাতে শুরু করেন। মুক্তি পাওয়ার পর রফিকুল আমীন একটি ছাদখোলা প্রাইভেট কারে চড়ে ডেসটিনির সদস্য ও কর্মীদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান।
এর আগে, বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের রায়ে ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাৎ সংক্রান্ত মামলায় রফিকুল আমীনসহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দেন। তবে রফিকুল আমীন গত ১২ বছর ধরে কারাগারে ছিলেন এবং আদালত জানায় যে, কারাগারে থাকা সময় তার সাজা থেকে বাদ যাবে। এর মানে, তার সাজা পুরোপুরি কাটা হয়ে গেছে। এখন তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হবে।
২০২২ সালের ১২ মে গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও বেআইনিভাবে অর্থ পাচারের অভিযোগে রফিকুল আমীনের বিরুদ্ধে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া হারুন অর রশীদসহ ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫