|
প্রিন্টের সময়কালঃ ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২১ অপরাহ্ণ

ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর গ্রেপ্তার


ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর গ্রেপ্তার


ময়মনসিংহ প্রতিনিধি:-

 

ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করেছে। রোববার বিকেলে নগরীর গুলকিবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
 

এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম। তিনি সমকালকে জানান, গত বছরের ১৯ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নগরীর সি কে ঘোষ রোড এলাকায় শিক্ষার্থী রিদোয়ান হোসেন সাগরের হত্যা মামলার এক আসামি জাহাঙ্গীর আহমেদ। রোববার সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে।
 

তবে, রিদোয়ান হোসেন সাগরের পরিবার এই ঘটনায় কোনো মামলা করেননি। মামলাটি দায়ের করেছেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দর। এতে জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর আহমেদকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫