দুদকের মামলায় সাবেক এমপি হেনরীর জামিন নামঞ্জুর

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছে।
ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত আজ বুধবার এই আদেশ দেন। এদিন হেনরীর আইনজীবীরা জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষের হয়ে দুদকের মীর আহমেদ আলী সালাম তা বর্বর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত হেনরীর জামিন নামঞ্জুর করেন।
এর আগে গত ১ অক্টোবর বিকেলে মৌলভীবাজারে যৌথ অভিযানে হেনরীকে গ্রেপ্তার করে র্যাব। সিরাজগঞ্জের যুবদল নেতা সোহানুর রহমানসহ তিনটি পৃথক হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে হেনরীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে তিনি কারাগারে পাঠানো হয়।
দুদকের সহকারী পরিচালক আসিফ আল-মাহমুদ ২৩ ডিসেম্বর হেনরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ১৩ জানুয়ারি এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার তথ্য অনুযায়ী, হেনরী দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। এছাড়া ৩৫টি ব্যাংক অ্যাকাউন্টে ২ হাজার ২ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৫৭৭ টাকা এবং ১৩ কোটি ৭৮ লাখ ৪ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের মাধ্যমে তিনি মানি লন্ডারিংয়ে জড়িত ছিলেন। অভিযুক্ত সম্পত্তির অবৈধ উৎস আড়াল করতে এসব সম্পদ রূপান্তর বা স্থানান্তর করা হয়েছিল।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫