|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:৩৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৪৮ অপরাহ্ণ

রাঙ্গামাটির সাম্প্রতিক সহিংসতার ঘটনায় তদন্ত শুরু


রাঙ্গামাটির সাম্প্রতিক সহিংসতার ঘটনায় তদন্ত শুরু


ঢাকা প্রেস
রাঙ্গামাটি প্রতিনিধি:-


রাঙ্গামাটি জেলায় সংঘটিত সহিংসতা ও সংঘর্ষের ঘটনার সত্যতা উদঘাটনের লক্ষ্যে গঠিত তদন্ত কমিটি সক্রিয় হয়েছে। গত সোমবার (৩০ সেপ্টেম্বর), চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নির্দেশে গঠিত সাত সদস্যের এই কমিটি রাঙ্গামাটি শহরে এসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এবং প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তদের সাক্ষাৎ নেয়।

 

তদন্ত কমিটির প্রধান, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নূরল্লাহ নূরী, ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান যে, সহিংসতার মূল কারণ নির্ণয়, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সুপারিশসহ ১৪ দিনের মধ্যে সরকারকে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।

 

তদন্ত কমিটিতে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. শাহনেওযাজ রাজু, সহকারী ম্যাজিস্ট্রেট নেলী রুদ্রসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাও রয়েছেন।

 

উল্লেখ্য, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনা ঘটার পর গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে সরেজমিনে তদন্ত করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫