মাদ্রাসার অফিস থেকে ভিজিএফের চাল উদ্ধার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ বাজার মসজিদের ইমামের পরিচালিত একটি মাদ্রাসার অফিস কক্ষ থেকে বিপুল পরিমাণের ভিজিএফ’র চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
আজ শনিবার (২২ মার্চ) দুপুরে স্থানীয় জনতা এ চাল আটক করে প্রশাসনকে খবর দিলে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করেন।
উদ্ধারকৃত চালের পরিমাণ ৩ হাজার ৮০০ কেজি। চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিৎ করেছেন নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র ও অসহায় মানুষের জন্য ইউনিয়নটিতে ৪৭ দশমিক ২৬ মেট্টিকটন চাল বরাদ্দ দেওয়া হয়। ভিজিএফ’র এসব চাল অতি দরিদ্র ও অসহায়দের মাঝে ১০ কেজি হারে বিতরণ করবে ইউনিয়ন পষিদ চেয়ারম্যান।
অভিযোগ রয়েছে, চেয়ারম্যান মেম্বররা এসব চালের অধিকাংশ কার্ড সুবিধাভোগীদের না দিয়ে পাইকার এবং ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছেন।
স্থানীয়রা আরও জানান, সুবিধাভোগীদের নামে কার্ড না দিয়ে ফাঁকা কার্ড দিয়েছেন যাতে যে কউ এসে চাল তুলে নিতে পারে। ফলে ব্যবসায়ীরা তাদের লোক দিয়ে চাল তুলে নেয়। এরই প্রেক্ষিতে স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি নেতা জামাল হোসেন প্রচুর কার্ড কিনে তার বিপরীতে চাল উত্তোলন করে বাজার মসজিদের ইমাম ইসমাইল হোসেনের মক্তবের অফিসে রেখেছেন। স্থানীয়রা টের পেয়ে তা আটক করে প্রশাসনকে খবর দেয়।
কালিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান রিয়াজুল ইসলাম কার্ড বা চাল বিক্রি করার কথা অস্বীকার করে জানান, কিছু কার্ড নাম ছাড়া ফাঁকা বিতরণ করা হয়েছে এটা সত্য তবে তা সাধারণ মানুষ পেয়েছে। রাজনৈতিকভাবে আমি কোনও নেতাকে কার্ড দেই নাই। ভিজিএফ’র সুবিধাভোগীরাই চাল বিক্রি করে থাকতে পারেন। স্থানীয় ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপির সম্পাদক সেসব চাল কিনেছেন। আমার এখানে কোনও দায় নেই।
সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, সমস্ত চাল উদ্ধার ও জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে তিন চারজনের জড়িত থাকার তথ্য আমরা পেয়েছি। তাদের নামে নিয়মিত মামলা দায়ের হবে। তদন্তের স্বার্থে আপাদত তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫