|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৫৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ মে ২০২৪ ১২:২৬ অপরাহ্ণ

তীব্র গরমের বাড়ে জন্ডিসের উপসর্গ


তীব্র গরমের বাড়ে জন্ডিসের উপসর্গ


জন্ডিস হলে রক্তে বিলিরুবিনের উচ্চমাত্রার কারণে ত্বক ও চোখ হলুদ হয়ে যায়। রক্তে বিলিরুবিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে তাকে জন্ডিস বলে। জন্ডিস নিজে কোনো রোগ নয়, এটি রোগের উপসর্গ। তীব্র গরমের সময় জন্ডিসের উপসর্গ বাড়ে।


লক্ষণ 

জন্ডিসের সঙ্গে আর কী কী লক্ষণ থাকবে তা নির্ভর করে জন্ডিস হওয়ার কারণের ওপর। হেপাটাইটিস রোগে জন্ডিসের পাশাপাশি দেখা দেয়—

  • ক্ষুধামান্দ্য

  • অরুচি

  • বমি ভাব

  • জ্বর জ্বর অনুভূতি

  • মৃদু বা তীব্র পেট ব্যথা

  • প্রচণ্ড দুর্বলতা

 

গরম আবহাওয়ায় তীব্র হয় জন্ডিসের লক্ষণ

পানিশূন্যতা দেখা দেওয়া 

তীব্র গরমে শরীর থেকে ঘাম বের হয়ে যায়। এতে খুব দ্রুত পানিশূন্যতা দেখা দিতে পারে। পানিশূন্যতা লিভারের কাজ করার ক্ষমতা কমিয়ে শরীর থেকে বিলিরুবিন বের করতে বাধা দিতে পারে। এ ছাড়া ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা তৈরি করতে পারে।


বিপাকীয় প্রক্রিয়া বেড়ে যাওয়া

গরম আবহাওয়ায়, শরীরের বিপাকপ্রক্রিয়ার গতি বাড়তে পারে। বিপাকীয় চাহিদা বেড়ে গেলে লিভারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যা জন্ডিসে আক্রান্ত ব্যক্তিদের প্রভাব ফেলতে পারে। বিলিরুবিন বিপাক করার ক্ষেত্রে লিভারের ভূমিকা গুরুত্বপূর্ণ। এর কার্যকারিতায় কোনো ব্যাঘাত ঘটলে বিলিরুবিনের মাত্রা বাড়ে এবং জন্ডিসের লক্ষণগুলো খারাপ হতে পারে।


সূর্যের আলোয় ত্বক হলুদ হওয়া

দীর্ঘ সময় ধরে রোদে থাকলে জন্ডিসের লক্ষণগুলো বাড়তে পারে। কারণ অতিবেগুনি রশ্মি ত্বকের বিলিরুবিন ভেঙে দিতে পারে, যার ফলে ত্বক হলুদ হয়ে যায়। জন্ডিসে আক্রান্ত ব্যক্তিদের সূর্যের আলো এড়িয়ে চলা উচিত। ত্বকের সুরক্ষায় এ সময় সানস্ক্রিন ও ছাতা ব্যবহার করা ভালো।


ক্লান্তি ও দুর্বলতা দেখা দেওয়া

ক্লান্তি হলো জন্ডিসের একটি সাধারণ লক্ষণ। শরীর তার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে এবং পানিশূন্যতার প্রভাব মোকাবেলা করতে বাড়তি চাপ নেয়। অতিরিক্ত গরম জন্ডিসে আক্রান্ত ব্যক্তিদের ক্লান্তি ও দুর্বলতা বাড়াতে পারে।

 

করণীয়

জন্ডিসে আক্রান্ত ব্যক্তিদের হাইড্রেটেড থাকা উচিত। এর পাশাপাশি কড়া রোদ থেকে দূরে থাকা উচিত। গরম আবহাওয়ায় জন্ডিসের উপসর্গগুলো আরো খারাপ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫