৪৫ দিন পর আজ খুলছে সাজেকের দুয়ার

ঢাকা প্রেস,রাঙামাটি প্রতিনিধি:-
সাজেক ভ্যালি আবারো খুলে গেল!
দীর্ঘ দেড় মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে, পর্যটকদের প্রিয় স্বর্গ সাজেক ভ্যালি আবারো দরজা খুলেছে। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে গত ২০ সেপ্টেম্বর থেকে এই অঞ্চলটি পর্যটকদের জন্য বন্ধ ছিল।
রাঙামাটি জেলায় গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য ভ্রমণ বিধি-নিষেধ তুলে নেওয়া হলেও, সাজেকের ভৌগোলিক অবস্থানের কারণে খাগড়াছড়ি জেলার অনুমতির প্রয়োজন ছিল। খাগড়াছড়ি জেলাও ৫ নভেম্বর থেকে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ায়, পর্যটকরা এখন সাজেকের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
কোটি কোটি টাকার ক্ষতি দীর্ঘদিন বন্ধ থাকার কারণে সাজেকের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেল, রিসোর্ট, কটেজ এবং রেস্তোরাঁ মালিকরা প্রায় ৮-৯ কোটি টাকা লোকসান গুনতে বাধ্য হয়েছেন। অনেকেই কর্মচারী ছাঁটাই করেছেন এবং ব্যবসা বন্ধের উপক্রমে আছেন।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, "আমরা খুশি যে সাজেক আবারো খুলে গেছে, তবে ক্ষতি পুষিয়ে নিতে কিছুটা সময় লাগবে। সামনে বার্ষিক পরীক্ষা, তাই পর্যটকদের সংখ্যা আগের মতো নাও হতে পারে।" তিনি আরও বলেন, "সাজেকের সবচেয়ে ভালো সময় জুলাই থেকে শুরু হয়, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে এই বছর আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।"
স্থানীয়দের দুর্দশা পর্যটন শিল্পের এই ধাক্কা সরাসরি স্থানীয়দের জীবনযাত্রাকে প্রভাবিত করেছে। জিপ চালক, হোটেলের কর্মচারী এবং স্থানীয় দোকানদাররা আয়ের অন্যতম উৎস হারিয়েছেন। অনেকেই তাদের বাগানে ফল ফুল চাষ করে এবং হস্তশিল্প বিক্রি করে জীবিকা নির্বাহ করেন, তাদের ব্যবসাও পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে।
সরকারের আশ্বাস রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানিয়েছেন, নিরাপত্তার পরিস্থিতি এখন স্বাভাবিক এবং পর্যটকরা নিশ্চিন্তে সাজেক ভ্রমণ করতে পারবেন। খাগড়াছড়ি জেলার প্রশাসনও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫