আদাবরে ভবনের বেজমেন্টে আগুন

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে একটি আটতলা ভবনের বেজমেন্টে আগুন লেগেছে। খবর পেয়ে সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের সাত ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন আজ বেলা সোয়া একটার দিকে প্রথম আলোকে বলেন, দুপুর ১২টার সময় আদাবরের ১০ নম্বর রোডের একটি বাসায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর পরপরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর আরও ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
আদাবরের ১০ নম্বর সড়কের যে বাসায় আগুন লেগেছে, তা একটি আবাসিক ভবন বলে জানিয়েছেন এরশাদ হোসেন। তিনি বলেন, আগুন লাগার ঘটনা জানার পর সিদ্দিকবাজার ও মোহাম্মদপুর থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নেভানোর কাজ চলছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় হতাহত হওয়ার কোনো খবরও পাওয়া যায়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫