|
প্রিন্টের সময়কালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২৪ অপরাহ্ণ

গণহত্যায় জড়িত নন, এমন কেউ আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে পারবেন: আসিফ মাহমুদ


গণহত্যায় জড়িত নন, এমন কেউ আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে পারবেন: আসিফ মাহমুদ


গণহত্যায় জড়িত নন—এমন কেউ যদি আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চান, তাহলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
 

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 

তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু কোনো অন্যায়, গণহত্যা বা অপরাধের সঙ্গে সম্পৃক্ত নন, তারা ক্ষমা চেয়ে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে পারেন। যদি কেউ নির্বাচন করতে চান, তাহলে তাতে কোনো বাধা থাকবে না।’
 

তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘যদি কেউ গণহত্যার সঙ্গে জড়িত থাকেন বা অভিযুক্ত হন, তাহলে তার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না।’
 

একই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না—এ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে শিগগিরই সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
 

স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হয়। এটি সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এটি শুধু আমার ব্যক্তিগত মত নয়, এ বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫