নারী সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করল মহিলা জামায়াত

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
নারী সংস্কার কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনের সুপারিশ প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামীর মহিলা শাখা। তারা বলেছে, এই প্রতিবেদন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারীদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।
বুধবার এক বিবৃতিতে মহিলা জামায়াতের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা বলেন, "প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া কমিশনের প্রতিবেদনে এমন কিছু গর্হিত প্রস্তাব রয়েছে যা সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে চরমভাবে আঘাত করেছে। এসব সুপারিশ কোরআন ও হাদিসের স্পষ্ট বিরোধী। নারীদের জন্য সবচেয়ে অবমাননাকর প্রস্তাব হলো যৌনকর্মকে একটি পেশা হিসেবে সামাজিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি।"
তিনি আরও বলেন, “অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক ও উত্তরাধিকার সংক্রান্ত সমান অধিকার নিশ্চিত করার প্রস্তাব ধর্মীয় মূল্যবোধ ও মতামতকে উপেক্ষা করে তৈরি করা হয়েছে। এটি এক ধরনের মানবাধিকার লঙ্ঘন। ইসলাম সমান অধিকারের পরিবর্তে ন্যায্য অধিকারের কথা বলে, যা বাংলাদেশের মুসলমানরা বিশ্বাস করে ও অনুসরণ করে।”
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, কমিশনের সদস্যদের মধ্যে সমাজের সব স্তরের নারীদের যথাযথ প্রতিনিধিত্ব নেই। বিশেষভাবে, ইসলামী জ্ঞানসম্পন্ন নারীদের সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি।
নূরুন্নিসা সিদ্দিকা কমিশন পুনর্গঠন করে ইসলামের পূর্ণ জ্ঞানসম্পন্ন নারীদের অন্তর্ভুক্তির মাধ্যমে প্রতিবেদনটি পুনঃলিখনের আহ্বান জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫