তারেক রহমানের পক্ষ থেকে পাইকগাছায় শীতবস্ত্র বিতরণ
ঢাকা প্রেস,খুলনা প্রতিনিধি:-
দক্ষিণ খুলনার পাইকগাছায় শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত অসহায় মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুই হাজারের বেশি দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) পাইকগাছার কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাইকগাছা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ।
নতুন কম্বল হাতে পেয়ে উপস্থিত শীতার্ত মানুষের মুখে আনন্দের ঝিলিক দেখা যায়।
প্রধান অতিথি আনোয়ার আলদীন তাঁর বক্তব্যে বলেন, “শীত, দুর্যোগ ও কষ্টের সময়ে আমরা এই অঞ্চলের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে নিয়মিত চেষ্টা করে যাচ্ছি। রমজানে তিন শতাধিক দরিদ্র মানুষের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়। এই অঞ্চলের রাস্তা-ঘাট উন্নয়নে আমরা সাধ্যমতো ভূমিকা রেখে চলেছি। মসজিদ, মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠার পাশাপাশি সুপেয় পানির অভাব দূর করতে বিভিন্ন গ্রামে ও বাজারে ডিপ টিউবওয়েল বসানো হয়েছে। এসব কল্যাণমূলক কাজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত হচ্ছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর-৬ আসনের (কেশবপুর) ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন আজাদ, পাইকগাছা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, নেতা শাহাদাত হোসেন ডাবলু, সেলিম রেজা লাকি এবং আরও অনেকে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫