|
প্রিন্টের সময়কালঃ ২৭ আগu ২০২৫ ১২:৪০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ আগu ২০২৫ ০৬:৪২ অপরাহ্ণ

শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তিন দফা দাবি


শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তিন দফা দাবি


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন। এসময় বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদও জানান শিক্ষার্থীরা।
 

গতকাল ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ শাহবাগ অবরোধ করা হয়। অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
 

শিক্ষার্থীরা জানান, রোকনের ওপর হামলা ও প্রাণনাশের হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে প্রকৌশল খাতে কাঙ্ক্ষিত সংস্কারের জন্য একটি কমিশন গঠনেরও দাবি জানান তারা।
 

তাদের তিন দফা দাবি হলো—
১. নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।
২. দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে তা সবার জন্য উন্মুক্ত করতে হবে।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না; এ নিয়ম ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫