আজও গণঅভ্যুত্থানে আহতরা বিক্ষোভ করছেন, মিরপুর রোডে যান চলাচল বন্ধ
ঢাকা প্রেস নিউজ
বিদেশে চিকিৎসা, ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আগারগাঁওয়ে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা।
রোববার বেলা ১১টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শিশুমেলা থেকে আগারগাঁও রোড ও মিরপুর রোড বন্ধ করে তাদের বিক্ষোভের ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিক্ষোভে অংশগ্রহণ করছেন আহতরা ও তাদের স্বজনরা, মোট ২ শতাধিক মানুষ সুচিকিৎসা এবং অন্যান্য দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন।
এর আগে, শনিবার সন্ধ্যা ৬টার পর থেকেই তারা আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। রাত ১১টার দিকে তারা সড়কে নেমে আসেন এবং সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের ওপর ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
তারা বলেন, শনিবার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন আহতরা সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদের কাছে গিয়ে তাদের অবস্থা পরীক্ষা করাতে গিয়ে শুনেছেন, বিদেশি চিকিৎসকরা সবার অবস্থা ভালো বলছেন। কিন্তু তাদের অভিযোগ, "তাহলে আমরা কেন চোখে দেখতে পাচ্ছি না? তারা শুধু বলছেন, ‘অল আর ওকে’, ‘অল ফাইন’।”
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আযম সমকালকে বলেন, "গতকাল রাত থেকেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনরত আহতরা। আজ শিশুমেলা থেকে আগারগাঁও রোড ও মিরপুর রোড বন্ধ করে তারা বিক্ষোভ করছেন।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫