কুমিল্লায় আবাহনী-মোহামেডান দ্বৈরথ আজ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্যস্ততার কারণে এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবার ফিরছে প্রিমিয়ার ফুটবল লিগ। দেশের তারকা ফুটবলাররা এবার ক্লাব জার্সিতে মাঠে নামছেন। সোমবার থেকে শুরু হচ্ছে লিগের তৃতীয় রাউন্ডের খেলা। প্রথম দিনই মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী: ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচটি অনুষ্ঠিত হবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকেল পৌনে ৩টায়।
গত দুই রাউন্ডে খেলাগুলো স্পন্সর ছাড়াই হয়েছে। তবে গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, প্রিমিয়ার লিগের নতুন পৃষ্ঠপোষক হয়েছেন পেট্রোনাস।
বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। কিন্তু এবারের লিগে এখনও পর্যন্ত তারা জয়বিহীন। দুই ম্যাচে একটি ড্র এবং সমান হারে এক পয়েন্ট নিয়ে আছে আলফাজ আহমেদের দল। আবাহনীও এক পয়েন্ট নিয়ে সমান অবস্থায় আছে। তাই ‘ঢাকার ডার্বি’খ্যাত এই ম্যাচে দুই দলের জন্যই এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
সাম্প্রতিক মুখোমুখি ম্যাচের হিসাব অনুযায়ী মোহামেডানই এগিয়ে। ২০২৪ সাল থেকে এ পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে দুই দল, যার মধ্যে তিনটি জয় পেয়েছে মোহামেডান, একটি জয় আবাহনীর, এবং দুটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ দুই দলের সাক্ষাৎ হয়েছিল ২৬ এপ্রিল, যেখানে গোলশূন্য ড্র হয়েছিল। তবে পেশাদার যুগের শুরু ২০০৭ সাল থেকে মোট ৪৩ ম্যাচে আবাহনী জিতেছে ১৮টি, মোহামেডান জিতেছে ১২টি, এবং বাকি ১৩টি ম্যাচ ড্র হয়েছে।
এবার আবাহনীর বিপক্ষে ম্যাচের আগে মোহামেডান দলে অস্থিরতা বিরাজ করছে। বকেয়া বেতনের কারণে কিছু ফুটবলার অনুশীলনে অংশ নিতে রাজি ছিলেন না এবং একপর্যায়ে ম্যাচ বয়কটের সিদ্ধান্তও নেন। ক্লাব কর্মকর্তাদের আশ্বাসে শেষ পর্যন্ত তারা মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন। বেতনবিহীন এই অবস্থায় তারা কতটা শক্তিশালী ফুটবল খেলতে পারবেন, তা এখন দেখার বিষয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫