কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বন্দর থানার নেভাল বার্থ-০৬ এর উত্তর-পূর্ব পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরনে ছিল নীল জিন্স প্যান্ট, কালো হুডি, এবং সাদা হাফ হাতা গেঞ্জি। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি, চুল কালো ও আধা ইঞ্চি লম্বা। মুখ গোলাকার, চোখ বন্ধ এবং জিহ্বা বের হয়ে ছিল। মরদেহটি পচা ও অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়, যার ফলে শরীরের চামড়া উঠে গিয়েছিল।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে নৌপুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তা উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ওসি একরাম উল্লাহ সকলের সহযোগিতা চেয়েছেন পরিচয় শনাক্তে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫