সাবেক এমপি এম এ মালেক গ্রেপ্তার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:-
ঢাকার ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য (এমপি) ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় জড়িত থাকার অভিযোগে চারটি মামলা রয়েছে।
বুধবার রাতে রাজধানীর মিরপুরে তার বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলায় আহত ও নিহতদের স্বজনরা ধামরাই ও আশুলিয়া থানায় একাধিক মামলা করেন, যার মধ্যে চারটি মামলার আসামি এম এ মালেক। বৃহস্পতিবার তাকে রিমান্ডের আবেদনসহ ঢাকার আদালতে পাঠানো হবে।
এম এ মালেক ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা তিনবার দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী বেনজীর আহমেদের কাছে পরাজিত হন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫