|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০১ অপরাহ্ণ

হাবিব ওয়াহিদের নতুন ভালোবাসার গান, মডেলও তার ভালোবাসার মানুষ


হাবিব ওয়াহিদের নতুন ভালোবাসার গান, মডেলও তার ভালোবাসার মানুষ


বিনোদন প্রতিবেদক:-

 

দেশীয় সংগীতের আধুনিক শীর্ষ তারকা হাবিব ওয়াহিদ, যার সুর ও গানে তরুণদের মনে এক নতুন আবহ সৃষ্টি হয়, এবার নতুন ভালোবাসার গানের মাধ্যমে হাজির হচ্ছেন। প্রেমের গানে নতুন অনুভূতি জাগিয়ে তুলতে তার এই প্রয়াস, এবং এই গানে আবার উপস্থিত থাকছেন তারই ভালোবাসার মানুষ।
 

আগামী ভালোবাসা দিবস উপলক্ষে হাবিব ওয়াহিদ শ্রোতাদের জন্য নিয়ে আসছেন এক নতুন ভালোবাসার গান। ইতিমধ্যে তিনি গানটির একটি প্রমো ভিডিও শেয়ার করে এটি প্রকাশের ঘোষণা দিয়েছেন।
 

গানটির কথা লিখেছেন শ্রাবণ, এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। দেশ ও বিদেশের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে।
 

এই মিউজিক ভিডিওতে হাবিব ওয়াহিদের সঙ্গে মডেল হয়েছেন তার স্ত্রী আফসানা চৌধুরী শিফা। প্রায় চার বছর পর একসঙ্গে পর্দায় জুটি হয়েছেন তারা। আফসানা চৌধুরী শিফা বলেন, "অনেক দিন পর একসঙ্গে স্ক্রিনে আসা, অভিজ্ঞতা খুবই ভালো। হাবিব বরাবরই পেশাদার, তার সঙ্গে কাজ করতে ভালো লাগছিল।"
 

এর আগে ২০২১ সালে হাবিব ও শিফাকে একসঙ্গে প্রথমবারের মতো ‘রোমান্টিক লাগে’ গানে দেখা গিয়েছিল। এরপর আর তাদেরকে পর্দায় দেখা যায়নি।
 

হাবিব ওয়াহিদের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এইচ ডব্লিউ প্রোডাকশন হাউজ থেকে নির্মিত ‘পাগল হাওয়া’ মিউজিক ভিডিওটি ভালোবাসা দিবসে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫