কুড়িগ্রামের চিলমারীতে ভাতা কার্ডের নামে প্রতারণা, অফিসের মোটরসাইকেলসহ উধাও কর্মচারী

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের এক কর্মচারীর বিরুদ্ধে ভাতা কার্ডের নাম ব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং অফিসের মোটরসাইকেল নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম বেলাল শেখ।
প্রতারিতদের মধ্যে রয়েছেন থানাহাট ইউনিয়নের ডাওয়াইটারী গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী মনজিলা বেগম। তিনি ছয় মাস ধরে ঘরছাড়া হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।
জানা যায়, বেলাল শেখ ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পে ফিল্ড আইটি টেকনিশিয়ান হিসেবে চিলমারী উপজেলা কার্যালয়ে যোগ দেন। তবে চলতি বছরের ২০ মার্চ থেকে তিনি অফিসে আর আসছেন না। অভিযোগ সূত্রে জানা যায়, মনজিলা বেগম বেলালের কথায় বিশ্বাস করে মোট ৩ লাখ ২০ হাজার টাকা ঋণ দেন, যার মধ্যে ভাতা কার্ড তৈরির নামে ৯০ হাজার টাকা নেওয়া হয়েছে। এ ছাড়া তিনি অফিসের মোটরসাইকেলও নিয়ে গেছেন।
মনজিলা বেগম বলেন, “বিশ্বাস করে তাকে টাকা দিয়েছিলাম। এখন গ্রামের মানুষ দেনার টাকার জন্য চাপ দিচ্ছে। বাধ্য হয়ে পাঁচ বছরের সন্তানকে নিয়ে ঘর ছেড়েছি। অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছি।”
বেলাল শেখের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা আইসিটি অফিসার প্রকৌশলী জ্যোতির্ময় দেবনাথ বলেন, “কর্মচারী বেলাল ছয় মাস ধরে অফিসে অনুপস্থিত এবং অফিসের মোটরসাইকেল নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তবে ভাতা কার্ড ইস্যু করা আমাদের দপ্তরের দায়িত্ব নয়।”
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, “বেলাল শেখের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো সাধারণ মানুষ অভিযোগ করেননি। তবে আইসিটি দপ্তরের পক্ষ থেকে অভিযোগ এসেছে, যা এখনও নথিভুক্ত হয়নি।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫