|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ মে ২০২৪ ০৩:৫২ অপরাহ্ণ

দুই দিনে ঢাকা থেকে ৫৯২৬ হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা


দুই দিনে ঢাকা থেকে ৫৯২৬ হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা


ঢাকা প্রেসঃ পবিত্র হজব্রত পালনের জন্য গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুই দিনে ঢাকা থেকে মোট ৫ হাজার ৯২৬ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ার এই তিনটি এয়ারলাইন্সের মোট ১৫ টি ফ্লাইটে করে এসব হজযাত্রী জেদ্দা ও মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হজ কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।

 

রাজধানীর আশকোনা হজ অফিসের পরিচালক মো. কামরুজ্জামান জানিয়েছেন যে, এবার সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত সকল হজযাত্রীদের জন্য আলাদা লাইন ও কাউন্টার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে তাদের দ্রুত ও সহজে বিমানবন্দরে প্রবেশ ও প্রস্থান করতে সুবিধা হবে,এছাড়াও, হজযাত্রীদের জন্য বিমানবন্দরে বিশেষ স্বাস্থ্য সেবা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

আশকোনা হজক্যাম্প এলাকায় যত্রতত্র দোকান বসে থাকায় হজযাত্রী ও তাদের স্বজনদের চলাচলে বিঘ্ন ঘটছে। ফুটপাত দখল করে থাকা হকারদের কারণে তাদের আরও বেশি সমস্যায় পড়তে হচ্ছে,হজ অফিসের পরিচালক মো. কামরুজ্জামান বলেছেন, হজ মৌসুম শুরুর আগেই হকারদের দোকান উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫