|
প্রিন্টের সময়কালঃ ২২ ডিসেম্বর ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৫ ০৮:১০ অপরাহ্ণ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের পরিচয় শনাক্ত: ধর্ম উপদেষ্টা


প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের পরিচয় শনাক্ত: ধর্ম উপদেষ্টা


দৈনিক প্রথম আলোডেইলি স্টার পত্রিকায় আগুন দেওয়ার ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
 

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় আমরা গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে কয়েকজনের ছবি ও পরিচয় শনাক্ত করেছি। তাদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
 

উপদেষ্টা আরও বলেন, “কোনো অনুমোদিত প্রতিষ্ঠানে আগুন দেওয়া বা মানুষ পুড়িয়ে হত্যা করা কোনোভাবেই কাম্য নয়। আমরা এটিকে অন্যায় ও নিন্দনীয় কাজ হিসেবে বিবেচনা করি এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য বদ্ধপরিকর।”
 

প্রশ্ন করা হলে যে, গোয়েন্দা ব্যর্থতার কারণে কি হামলা রুখা যায়নি, তিনি বলেন, “একসঙ্গে কোনো প্রতিষ্ঠানে হামলা হবে, এটা আগেভাগে জানা মুশকিল। আমরা যখন মূহূর্তের খবর পাই, তখন পদক্ষেপ গ্রহণ করি। উদাহরণস্বরূপ, কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকের দাফনের সময় চারুকলা ইনস্টিটিউটে আমাদের পদক্ষেপে কোনো দুর্ঘটনা ঘটেনি।”
 

বিদেশ থেকে উসকানি আসা বিষয়ে তিনি বলেন, “এ ধরনের মন্তব্য বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে। এটি মূলত মেটা, ইউটিউবসহ ওপেন প্ল্যাটফর্মের মাধ্যমে হয়।”
 

একই রাতে ছায়ানটসহ দেশের বিভিন্ন স্থানে হামলা হয়েছে। তবে সরকার এবং গোয়েন্দা সংস্থা ঘটনার পুনরাবৃত্তি রোধে কাজ করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫