রোহিঙ্গাদের স্বাধীন দেশ প্রতিষ্ঠার প্রস্তাব থেকে সরে দাঁড়াল জামায়াত

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে স্বাধীন দেশ গঠনের প্রস্তাব থেকে সরে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি ঢাকার একটি হোটেলে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এই প্রস্তাবের কথা জানিয়েছিলেন।
তবে পরদিন, সোমবার, এক বিবৃতিতে তিনি নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন। বিবৃতিতে ডা. তাহের বলেন, "আমি মূলত বলতে চেয়েছি, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারে একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলার প্রয়োজন রয়েছে। আমার বক্তব্যের কারণে কোনো ভুল বোঝাবুঝি হলে এই বিবৃতির মাধ্যমে তা নিরসন হবে বলে আশা করি। এটিই বাংলাদেশ জামায়াতের অবস্থান।"
এর আগে রবিবারের ব্রিফিংয়ে ডা. তাহের জানিয়েছিলেন, জামায়াত আরাকানে রোহিঙ্গা সংখ্যাগরিষ্ঠ এলাকায় স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেছে এবং চীনের সহায়তায় এ বিষয়ে অগ্রগতি সম্ভব। তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে চীনের গভীর সম্পর্ক থাকায় এ বিষয়ে বেইজিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৈঠকে উপস্থিত চীনা প্রতিনিধিরা জানান, জামায়াতের প্রস্তাব চীনা সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫