|
প্রিন্টের সময়কালঃ ০৯ মার্চ ২০২৫ ০৯:৫৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ মার্চ ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ


ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ


সুজানগর উপজেলা (পাবনা) প্রতিনিধি:-

 

পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জামায়াতে ইসলামী নেতাদের মারধর এবং ইউএনওকে হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত বিএনপির চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
 

মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা দলীয় প্যাডে এই নোটিশ পাঠানো হয়। এর আগে সোমবার ইউএনও মীর রাশেদুজ্জামানের কার্যালয়ে মারধরের ঘটনাটি ঘটে।
 

শোকজ নোটিশে বলা হয়েছে, পাবনার সুজানগর উপজেলা ইউএনওর কার্যালয়ে প্রবেশ করে হাঙ্গামা সৃষ্টি, বিশৃঙ্খলা এবং জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে সুজানগর উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মজিবর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু খা, বিএনপি নেতা মোহাম্মদ মানিক খা এবং সুজানগর এনএ কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল খানকে শোকজ করা হয়েছে। তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে।
 

এ বিষয়ে সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক এবিএম তৌফিক হাসান বলেন, "কেন্দ্র থেকে শোকজ করা হয়েছে, এটি আমি লোকমাধ্যমে শুনেছি, তবে স্থানীয়ভাবে আমরা এখনও এমন কোনো চিঠি বা নির্দেশনা পাইনি। আমি অসুস্থতার কারণে বর্তমানে ঢাকায় আছি। এ ঘটনা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি অফিসে, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার রুমে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। বাহিরে ঘটলে হয়তো মেনে নেওয়া যেত, তবে এটি দুষ্কৃতকারীদের শাস্তি হওয়া উচিত।"
 

ইউএনও মীর রাশেদুজ্জামান বলেন, "আমার রুমে এই ঘটনা ঘটানো খুবই কষ্টদায়ক। আমি ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ করেছি এবং সেখান থেকে নির্দেশনা পেলেই আমি মামলা করতে পারব। আমি নিজে মামলা বা অভিযোগ দিতে পারব না, এতে স্যারের পারমিশন প্রয়োজন।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫