টেস্ট ইতিহাসের তৃতীয় ও ইংল্যান্ডের হয়ে সবচেয়ে দ্রুততম ফিফটির নজির গড়লেন বেন স্টোকস।

রোববার (২৮ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্টোকস মাত্র ২৪ বলে অর্ধশত পূর্ণ করেন। এর আগে এ রেকর্ডের মালিক ছিলেন সাবেক কাপ্তান ইয়ান বোথাম। ১৯৮১ সালে ভারতের বিপক্ষে ২৮ বলে ফিফটি করেছিলেন তিনি।
১০৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ২০২০ সালের পর এদিন দ্বিতীয় বারের মতো ইনিংস সূচনা করতে নেমেই ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্রুততম ফিফটির নজির গড়লেন বেন স্টোকস। সব মিলিয়ে দ্রুততম ফিফটি ছোঁয়ায় স্টোকসের ওপরে রয়েছেন কেবল দুজন। তারা হলেন- মিসবাহ উল হক (২১ বল) এবং ডেভিড ওয়ার্নার (২৩ বল)। ২৪ বলে ফিফটি ছুঁয়ে জ্যাক ক্যালিসের সঙ্গে যৌথভাবে তালিকার তিনে অবস্থান করছেন স্টোকস।
তবে দারুন ২০২০ সালে ওল্ড ট্রাফোর্ডে যখন সাদা জার্সিতে প্রথমবার ওপেন করতে নেমেছিলেন সে ম্যাচেও ৩৬ বলে ফিফটি করেছিলেন স্টোকস। ইংল্যান্ডের হয়ে ওপেনারদের মধ্যে সেটি ছিল দ্রুততম ফিফটি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫