গাইবান্ধায় প্রভাতী প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন। ইফাদ মিশনের সন্তুষ্টি প্রকাশ
ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-
গাইবান্ধা সদর উপজেলার চক গয়েশপুর বাজার হতে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ পর্যন্ত ১.৭২ কিলোমিটার দীর্ঘ সড়ক উন্নয়ন কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সড়কটি উন্নত করতে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে ।
প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে আরএসএল এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান দ্বারা শতভাগ সম্পন্ন করা হয়েছে।
প্রকল্পটির প্রাক্কলিত মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৬৪ লক্ষ ৫৯ হাজার ,১শ ৪১ টাকা, চুক্তি মূল্য নির্ধারন করা হয়েছে ২ কোটি ১৮ লক্ষ ২৪ হাজার ৩শ ৫৬ টাকা।প্রকল্পটি বাস্তবায়ন কাজ ১১ মার্চ ২০২৪ শুরু হয়ে - ১০ মার্চ ২০২৫ সমাপ্ত হওয়ার কথা থাকলে ও নির্ধারিত সময়ের তিন মাস আগেই শতভাগ কাজ সম্পন্ন করা হয়েছে।
প্রকল্পটি “অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী)” প্রকল্পের আওতায় সম্পন্ন হয়েছে। এই উন্নতমানের সড়কটি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।
শুক্রবার (১০ জানুয়ারি), সড়কটির উন্নয়ন কাজ পরিদর্শনে আসেন ইফাদের মিশন সদস্য মো. আবুল বাশার এবং প্রকল্প সমন্বয়ক নাবিল রহমান। তাঁরা কাজের গুণগত মান ও বাস্তবায়ন কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা প্রকৌশলী মো: বাবলু মিয়া এবং নির্বাহী প্রকৌশলী এলজিইডি মো.ছাবিউল ইসলাম।
ইফাদ প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়েছে, "এই প্রকল্পটি গ্রামীণ জনপদের উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও এ ধরনের প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ইফাদের সহযোগিতা অব্যাহত থাকবে।"
সড়ক উন্নয়ন কাজ শেষ হওয়ায় স্থানীয় জনগণ সরকার ও ইফাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের মতে, এই সড়কটি নির্মাণের ফলে এলাকার কৃষি উৎপাদন, ব্যবসা-বাণিজ্য এবং জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আসবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫