১৩ নভেম্বর ঘিরে খোলা জ্বালানি তেল বিক্রি বন্ধের নির্দেশ
আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে সরকার। সম্ভাব্য নাশকতা ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে রাস্তার পাশে খোলা অবস্থায় পরিবহন জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এসব তেল দুর্বৃত্তরা অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করতে পারে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। কোনো ধরনের সন্ত্রাসী বা নাশকতামূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না।
তিনি বলেন, “১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীলতার আশঙ্কা নেই। গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেপিআই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাস্তার ধারে পেট্রোল বিক্রি বন্ধসহ সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কোথাও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে।”
তিনি আদালতের উদ্দেশে বলেন, “অনেক সময় দেখা যায় সন্ত্রাসীরা দ্রুত জামিন পেয়ে যায়। তাই যাঁরা জামিন প্রদান করেন, তাঁদের অনুরোধ করছি— যেন তারা এসব অপরাধীদের জামিন না দেন।”
সন্দেহভাজন কোনো ব্যক্তি বা তৎপরতা চোখে পড়লে তা দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই মহড়া অনুষ্ঠিত হবে।” তিনি জানান, নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ, এক লাখ সেনা সদস্য, ৩৫ হাজার বিজিবি এবং সাড়ে পাঁচ লাখেরও বেশি আনসার সদস্য মোতায়েন থাকবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫