বিক্ষোভরত পুলিশ সদস্যরা: চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন চলছে

ঢাকা প্রেস নিউজ
চাকরি বহালের দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন কয়েকশ চাকরিচ্যুত পুলিশ সদস্য। গত রোববার দুপুর থেকে শুরু হওয়া এই বিক্ষোভে পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।
বিভিন্ন সময়ে চাকরিচ্যুত হওয়া এই পুলিশ সদস্যরা দাবি করেন যে, তারা বিভাগীয় তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়া সত্ত্বেও চাকরি ফিরে পাননি। তাদের দাবি, এক দফা এক দাবি, নির্বাহী আদেশে তাদের চাকরি বহাল করা হোক।
আন্দোলনকারীরা সদর দপ্তরের সামনের সড়কের দুই লেন বন্ধ করে বিক্ষোভ করলেও পুলিশ প্রধান বা অন্য কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তাদের কোনো বৈঠক হয়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫