|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৪১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ

ক্লাব বা সোসাইটি ব্যতীত কোনো রাজননৈতিক দলের সঙ্গে বুয়েট শিক্ষার্থীরা জড়িত থাকতে পারবেন না


ক্লাব বা সোসাইটি ব্যতীত কোনো রাজননৈতিক দলের সঙ্গে বুয়েট শিক্ষার্থীরা জড়িত থাকতে পারবেন না


ক্যাম্পাসের অনুমোদিত কোনো ক্লাব বা সোসাইটি ব্যতীত কোনো রাজননৈতিক দলের লেজুড়বৃত্তি অথবা অন্য কোনো সংগঠনের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা জড়িত থাকতে পারবে না। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের নিয়মগুলো যথাযথ পালনের জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।

 

গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) বুয়েটের রেজিস্ট্রার ড. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এর আগে গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোনো ক্লাব বা সোসাইটি ব্যতীত কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি অথবা অন্য যেকোনো সংগঠনের সঙ্গে জড়িত হতে পারবেন না। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের নিয়মগুলো যথাযথভাবে পালন করতে হবে এবং তা অমান্য করলে অধ্যাদেশে বর্ণিত নিয়ম মোতাবেক তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫