মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা: বাগেরহাটে সংঘর্ষে রণক্ষেত্র

ঢাকা প্রেস,বাগেরহাট প্রতিনিধি:-
বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'মার্চ ফর ইউনিটি'র গাড়িবহরে হামলার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসগুলো বাগেরহাটের মোল্লাহাটের মাদরাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং কয়েকটি বাস থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালায়। শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে মুহূর্তেই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মাঠে নামে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, হামলার সময় স্থানীয় সন্ত্রাসীরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে তাদের ওপর আক্রমণ চালায়, এবং স্থানীয় জনগণ তাদের সহযোগিতা করে।
এ ঘটনা থানার সামনে ঘটলেও পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে শিক্ষার্থীদের অভিযোগ।
বৈষম্যবিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, "আমরা খুলনা থেকে শান্তিপূর্ণভাবে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম, পথে আমাদের ওপর হামলা হয়। অনেকেই আহত হয়েছেন। ফ্যাসিবাদী সরকারের দোসররাই এই হামলা চালিয়েছে।"
তিনি আরও বলেন, "এটি পরিকল্পিত হামলা। তবে কোনো বাধা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমাদের সহযোদ্ধাদের রক্ত ঝরেছে, এর বিচার দ্রুত করতে হবে। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, নতুবা শিক্ষার্থীরা তাদের খুঁজে বের করবে।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫