|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৪০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:১০ অপরাহ্ণ

হত্যা চেষ্টায় সাবেক এমপিসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩


হত্যা চেষ্টায় সাবেক এমপিসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশসহ এজাহারনামীয় ৫০ জনসহ অজ্ঞাত দেড়শ থেকে ২০০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় আহত ভুক্তভোগী সাহেব আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
 

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুশাহেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
 

এদিকে এ মামলায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 

বাদী সাহেব আলী (১৯) উপজেলার রমনা মডেল ইউনিয়নের মুদাফৎ থানা এলাকার আমিনুল ইসলামের ছেলে।
 

গ্রেফতারকৃত তিনজন হলেন রমনা মডেল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নূর-ই-এলাহী তুহিন (৪০), সাগর মিয়া (২৬) ও জাফিউল ইসলাম (৩২)। তারা সবাই রমনা মডেল ইউনিয়নের বাসিন্দা।
 

মামলায় এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ২ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় সেসময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছিলেন।
 

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুশাহেদ খান জানান, সাবেক এমপি বিপ্লব হাসান পলাশসহ ২৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা নথিভুক্ত হয়েছে। এরইমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫