|
প্রিন্টের সময়কালঃ ২০ জানুয়ারি ২০২৫ ১২:৫৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জানুয়ারি ২০২৫ ০৩:৫১ অপরাহ্ণ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল, পুলিশের লাঠিচার্জ


স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল, পুলিশের লাঠিচার্জ


ঢাকা প্রেস নিউজ

 

ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবিতে সাধারণ ছাত্র-জনতা বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি শুরু হয়। শিক্ষাভবনের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। তখন দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
 

এ মিছিলের পেছনের কারণ হিসেবে জানা যায়, বুধবার সকালে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি দল এনসিটিবির সামনে পাঁচ দফা দাবিতে কর্মসূচি পালন করতে যায়। তাদের দাবিগুলোর মধ্যে ছিল পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দের অন্তর্ভুক্তি, বিতর্কিত গ্রাফিতি পুনর্বহাল, এবং জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী ঘটনাগুলো সংশোধনসহ দায়ীদের শাস্তি।
 

একই সময়ে ‘স্টুডেন্টস ফর সোভরেন্টি’ নামে আরেকটি সংগঠন এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচি পালন করে। দুপুরের দিকে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র সদস্যরা এনসিটিবির সামনে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তবে, পরস্পরবিরোধী স্লোগানের এক পর্যায়ে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র উপর হামলা হয়।
 

এই হামলায় সাংবাদিক ও নারীসহ কয়েকজন আহত হন। এরই প্রতিবাদে ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতা’র ব্যানারে বৃহস্পতিবারের এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫