|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০৬:৪২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে রফতানি হচ্ছে অর্গানিক নিউট্রিশনের ফাংশনাল ফুড


যুক্তরাষ্ট্রে রফতানি হচ্ছে অর্গানিক নিউট্রিশনের ফাংশনাল ফুড


ঢাকা প্রেস,মোহাম্মদ তারেক:-

  
বিশ্বে ফর্মুলেটেড ফাংশনাল ফুডের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজার যুক্তরাষ্ট্রে। সেখানে নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশের অর্গানিক নিউট্রিশন লিমিটেড।

 

বিশ্বে ফর্মুলেটেড ফাংশনাল ফুডের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজার যুক্তরাষ্ট্রে। সেখানে নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশের অর্গানিক নিউট্রিশন লিমিটেড। সম্প্রতি ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (ইউএসএফডিএ) অনুমোদন প্রাপ্তির পর দেশটির সুপার মার্কেট ও অ্যামাজনে এসব পণ্য পাওয়া যাচ্ছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অর্গানিক নিউট্রিশনের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
 

অর্গানিক নিউট্রিশনের পরিচালক ইফতেখার রশিদ বলেন, ‘‌প্রথাগতভাবে, বাংলাদেশ উন্নত দেশগুলো থেকে প্রিমিয়াম স্বাস্থ্য সহায়ক খাদ্যপণ্য আমদানি করে। আমরা এটাকে পাল্টে দিয়ে বিশ্ববাজারে দেশীয় ফাংশনাল ফুড রফতানি করছি। ভবিষ্যতে এ শিল্পের বিকাশের মাধ্যমে দেশের রফতানি আয়ের নতুন দুয়ার উন্মোচন হবে।’
 

মার্চে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান টিয়াল গাইয়া বাংলাদেশে অর্গানিক নিউট্রিশনের গবেষণা ও উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করে। এর প্রেক্ষিতে চারটি ফর্মুলেটেড ফাংশনাল ফুড অর্ডার করে। এসব পণ্য নভেম্বরে যুক্তরাষ্ট্রে পৌঁছায় এবং ইউএসএফডিএর অনুমোদন পায়।
 

অনুষ্ঠানে নির্বাহী পরিচালক কর্নেল (অব.) এ আর মোহাম্মদ পারভেজ মজুমদার ও হেড অব ব্র্যান্ড ডেভেলপমেন্ট মোঃ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫