পিএসজি সমর্থকেরা শেষ ম্যাচেও অপমান করতে ছাড়েনি মেসিকে

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে শেষ ম্যাচটা খেলে ফেললেন লিওনেল মেসি। ফ্রান্স থেকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের বিদায়টা অবশ্য সুখকর হয়নি। তার দল ২-০তে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ক্লারমঁত ফুটের কাছে ৩-২ গোলে হেরে যায়! শেষ ম্যাচেও মেসিকে অপমান করতে ছাড়েনি পিএসজি সমর্থকেরা। দুয়োধ্বনি দিয়ে, শিস বাজিয়ে নানাভাবে মেসিকে বিপর্যস্ত করা হয়েছে!
শনিবার রাতে মেসির পাশাপাশি পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলেছেন সোর্হিও রামোস।
এই ম্যাচে তিনি গোলও করেছেন। কিন্তু মেসি সামনে একা গোলকিপারকে পেয়েও বল গোলে রাখতে ব্যর্থ হন। তারপর দর্শকরা তাকে উদ্দেশ্য করে দুয়ো ধ্বনি দেওয়া শুরু করে। অবশ্য ম্যাচের আগেও মেসিকে দুয়ো শুনতে হয়েছে।
স্টেডিয়ামের স্পিকারে মেসির নাম ঘোষণামাত্রই দর্শকরা ব্যঙ্গ করে শিস দিতে থাকেন। তার মধ্যেই অনুশীলন করতে নামেন মেসি।
৫৪তম মিনিটে মেসি গোল মিস করার পর দ্বিতীয় ঘটনাটি ঘটে। ওই সময় কিলিয়ান এমবাপের একটি পাস থেকে প্রতিপক্ষ গোলকিপারকে একা পেয়েছিলেন মেসি।
কিন্তু তার বাঁকানো শট পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়! আর যায় কোথা! দর্শকরা ফের তাকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক শিস বাজাতে থাকেন। এভাবেই শেষ হয় মেসির পিএসজি অধ্যায়। তার শেষ ম্যাচ নিয়ে পিএসজি সমর্থকদের কোনো আগ্রহই ছিল না। বরং তারা দুর্ঘটনার গুরুতর আহত গোলকিপার সোর্হিও রিকোর সমর্থনে ব্যানার, ফেস্টুন প্রদর্শন করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫