কুড়িগ্রাম পৌরসভার রাস্তা সংস্কার কাজের অনিয়ম তদন্তে দুদক

প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৫ ০১:৩২ অপরাহ্ণ ০ বার পঠিত
কুড়িগ্রাম পৌরসভার রাস্তা সংস্কার কাজের অনিয়ম তদন্তে দুদক

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

বিগত সরকারের আমলে কুড়িগ্রাম পৌরসভার সাতটি রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুদক।

 

 

সড়কগুলো সংস্কারের সময় ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা। এদিকে তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা জানান পৌরসভার প্রশাসক।
 

সংস্কারের এক বছর না যেতেই ভেঙ্গে গেছে সড়ক দুই পাশ। আবার কোথাও কোথাও মূল সড়কের বেহাল দশা। তাই অভিযোগের ভিত্তিতে সড়ক পরিদর্শন ও সড়কের মাঝে গর্ত করে নমুনা সংগ্রহ করছে দুদক।

 
যাতায়াতের দুর্ভোগ লাঘবে ২০২৪ সালের বিভিন্ন সময়ে ঠিকাদারের মাধ্যমে সাতটি সড়ক সংস্কার করে কুড়িগ্রাম পৌরসভা। সড়কগুলো হলো ভোকেশনাল থেকে নীলারাম, তারামন বিবির মোড় থেকে হরিকেশ, মাটিকাটা মোড় থেকে চামড়ার গোলা, জলিল বিড়ির মোড় থেকে টানারীপাড়া, সাদ্দির মোড় থেকে জলিল বিড়ির মোড়, দাদামোড় থেকে জিগামারী ঘাট ও নীলারাম থেকে বিজিবি দক্ষিণ-পূর্বগেট।

 
সড়কগুলো নিম্নমানের সামগ্রী দিয়ে ব্যাপক অনিয়মের মাধ্যমে সংস্কারের সময় বাধা দিলেও কোনো কাজ হয়নি বলে জানান স্থানীয়রা। ফলে অল্প সময়ের মধ্যে বেশির ভাগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়।

 
পৌর এলাকার হরিকেশ এলাকার শফিকুল ইসলাম জানান, তারামন বিবির মোড় থেকে হরিকেশ পর্যন্ত সড়কটির যখন কাজ চলে তখন আমরা এলাকার লোকজন বাধা দিয়েছিলাম। কিন্তু বাধা না মেনে নিম্ন মানের কাজ করে চলে গেছে। ফলে অল্প সময়ের মধ্যে সড়কটি নষ্ট হতে শুরু করেছে।

 
এদিকে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানান দুদকের এক কর্মকর্তা। আর তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন পৌর প্রশাসক।

 
কুড়িগ্রামের দুদক উপ-সহকারী পরিচালক আতিকুর রহমান আতিক বলেন, ‘অভিযোগের ভিত্তিতে সড়কগুলো তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে তিনটি সড়কে অনিয়মের সত্যতা মিলেছে। আমরা নির্মাণ সামগ্রীর নমুনা সংগ্রহ করেছি। পূর্ণাঙ্গ প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

 
কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায় বলেন, ‘যেহেতু সড়ক সংস্কার কাজের তদন্ত চলছে। আমরাও সহযোগিতা করছি। তারা প্রতিবেদন দিলে তা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

 
দুদকের তদন্তাধীন কুড়িগ্রাম পৌর সভার সাতটি রাস্তার দৈর্ঘ্য সাত দশমিক ২৭১ কিলোমিটার। সড়কগুলো সংস্কারে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি ৬৫ লাখ টাকা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে চলমান রয়েছে দুদকের তদন্ত কাজ।