|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৬:২৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৭ অপরাহ্ণ

চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানের ব্যবধানে হারাল ভারত


চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানের ব্যবধানে হারাল ভারত


ঢাকা প্রেস-

 

চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে হেসেখেলেই জয় পেলো ভারত। চতুর্থ দিন সকালেই টাইগারদের ৬ উইকেট তুলে নিয়ে ২৮০ রানের বড় জয় পায় স্বাগতিক ভারত।

প্রথম ইনিংসে ৩৭৬ রান করে ভারত। বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৪৯ রানে। ৪ উইকেটে ২৮৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। তাতে বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রানের। পাহাড়সম এই রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হলেও অশ্বিনের তোপে ভেঙে পড়ে বাংলাদেশের টডঅর্ডার। তৃতীয় দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রানে দিন শেষ করে সফরকারীরা।

চতুর্থ দিন সকালে স্কোরবোর্ডে ৩৬ রান যোগ করতেই আউট হন সাকিব, ভাঙে শান্ত-সাকিবের ৪৮ রানের জুটি। এরপর আর ১১ রান যোগ হতেই প্যাভিলিয়নে ফেরেন লিটন। উইকেটে থিতু হতে পারেননি মেহেদী হাসান মিরাজও। ১০ বলে ৮ রান করে জাদেজার শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন মিরাজ। বাকীরাও কেউ দুই অঙের সংখ্যায় পৌছাতে পারেনি। ২৩৪ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। ফলে ২৮০ রানের বড় ব্যবধানে জয় পায় ভারত। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫