|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:১২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ আগu ২০২৪ ০৪:৩৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই যুবকের প্রাণহানি


ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই যুবকের প্রাণহানি


ঢাকা প্রেস
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-


ব্রাহ্মণবাড়িয়া, ২৫ আগস্ট: ব্রাহ্মণবাড়িয়া-আগরতলা আন্তর্জাতিক মহাসড়কের সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডায় রোববার সকালে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন শাহীন চৌধুরী (৪৮) ও চঞ্চল (৩৮)। উভয়ই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আখাউড়াগামী একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়।
 

দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও ৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে আখাউড়া ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 

এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫