|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৫২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ অক্টোবর ২০২৪ ০১:৪১ অপরাহ্ণ

শৌলমারী সীমান্তে বিজিবির হাতে ১২ যুবক আটক


শৌলমারী সীমান্তে বিজিবির হাতে ১২ যুবক আটক


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী সীমান্তে ১২ জন যুবককে অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টার অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করেছে।

 

বুধবার (২ অক্টোবর) ভোরে উপজেলার সীমান্ত পিলারের চরবোয়ালমারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিজিবির গয়াটাপাড়া ক্যাম্পের নায়েব সুবেদার মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, এই যুবকরা ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে আসার চেষ্টা করছিল। সীমান্তরক্ষীরা তাদের সতর্ক করে থামতে বললেও তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫