ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১২টি ভারতীয় চোরাই মোবাইল আটক
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল অভিযানে ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন আটক করেছে।
বিজিবির মহাপরিচালক এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে চোরাচালান প্রতিরোধে মহানন্দা ব্যাটালিয়নের সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। তাদের এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৮ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে চাঁনশিকারী বিওপির টহল দল ভোলাহাট থানার ১নং ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের গড়ের মাঠ এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ১৯৬/২-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান চলাকালে টহল দলটি মালিকবিহীন অবস্থায় বিভিন্ন মডেলের ব্যবহৃত ১২টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করে। আটককৃত মোবাইলগুলো বর্তমানে প্রচলিত নিয়মে কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সীমান্তে চোরাচালান দমন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদারভাবে চলবে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫