নারায়ণগঞ্জে নিহত দম্পতি: চুলের বেণিতে চিরকুটে হৃদয়বিদারক অনুরোধ

ঢাকা প্রেস নিউজ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সোমবার রাতে একটি ভয়াবহ ঘটনার জানা যায়। সিটি করপোরেশনের বর্জ্য ডাম্পিং জোনের পাশে একটি বালুর মাঠে দুটি মরদেহ উদ্ধার করা হয়। আর সেই মরদেহ দুটির পাশেই পাওয়া যায় একটি হৃদয়বিদারক চিরকুট।
মৃত তরুণীর চুলের বেণিতে আঁটকে ছিল সেই চিরকুট। চিরকুটে লেখা ছিল, "আসসালামু আলাইকুম, আপনাদের সমাজের সবার কাছে অনুরোধ, আমাদের দুজনকে একসঙ্গে মাটি দিয়েন।" এই এককথাটিই বলে দিয়েছিল, এই দম্পতি নিজেদের জীবন শেষ করেছে।
পুলিশ পরে তদন্ত করে মৃত তরুণের পরিচয় পায়। তার নাম শফিকুল ইসলাম। তার বাড়ি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায়। পেশায় তিনি ছিলেন একজন অটোরিকশা চালক। আর তার স্ত্রীর নাম রুমি। মাত্র এক মাস আগে পরিবারের অনুমতি ছাড়াই তারা বিয়ে করেছিল।
শফিকুলের ভাই উজ্জ্বল হোসেন জানান, তার ভাইয়ের বিয়ে পরিবারের কেউ মেনে নেয়নি। তাই তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া হতো। চার দিন আগেও তাদের মধ্যে বড় ধরনের ঝগড়া হয়েছিল।
শফিকুলের স্ত্রী রুমির বড় বোন সুমি নিশ্চিত করেছেন যে, চিরকুটটি রুমি নিজেই লিখেছিল।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই সব কিছু স্পষ্ট হয়ে যাবে।
এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে শোকের ছায়া বিস্তার করেছে। একজন তরুণ-তরুণীর প্রেমের গল্পের এমনই এক করুণ পরিণতি সকলকে মর্মাহত করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫