|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৩৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ আগu ২০২৩ ০২:২৯ অপরাহ্ণ

এমএলএস অভিষেকেও মেসির গোল, মায়ামির ২-০ গোলের জয়


এমএলএস অভিষেকেও মেসির গোল, মায়ামির ২-০ গোলের জয়


ন্টার মায়ামির জার্সিতে এতোদিন লিগস কাপ ও ইউএস ওপেন কাপে খেলেছেন লিওনেল মেসি। এবার আর্জেন্টাইন মহাতারকার অভিষেক হলো যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)। অভিষেকেই বাজিমাত করেছেন তিনি। নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে মায়ামিও পেয়েছে ২-০ গোলের জয়।

মেসিকে কিছুটা বিশ্রাম দেওয়ার চিন্তা ছিল মায়ামির কোচ টাটা মার্টিনোর। সেই চিন্তা থেকে শুরুর একাদশে মেসিকে রাখা হয়নি। অধিনায়ককে ছাড়া খেলতে নেমে ৩৭তম মিনিটে গোলের দেখা পায় মায়ামি। গোলটি করেন প্যারাগুয়েন মিডফিল্ডার ডেভিড গোমেজ।


ম্যাচের ৬০তম মিনিটে লিওনার্দো কাম্পানাকে তুলে নিয়ে মেসিকে মাঠে নামান মার্টিনো। মেসির সঙ্গে এ সময় মাঠে নামেন সার্জিও বুসকেটসও। ম্যাচের ৮৯তম মিনিটে গোল করেন মেসি। বক্সের ভেতর প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে মেসি বল দেন বেঞ্জামিন ক্রিমাশ্চিকে।

পরে আবার তার কাছ থেকে পাস পেয়ে টোকা মেরে বল জালে জড়িয়ে দেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মায়ামির জার্সিতে ৯ ম্যাচে ১১ গোল হয়ে গেছে মেসির। অন্যদিকে টেবিলের তলানিতে থেকে মায়ামিও টেবিলে একধাপ উপরে উঠে এসেছে। ২৩ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট এখন ২১।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫