|
প্রিন্টের সময়কালঃ ২৭ অক্টোবর ২০২৫ ০৯:৪৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ অক্টোবর ২০২৫ ০৪:৪১ অপরাহ্ণ

তানোরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় চারঘাট প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ


তানোরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় চারঘাট প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ


মোঃ শফিকুল ইসলাম, চারঘাট (রাজশাহী):-


 

রাজশাহীর তানোরে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন। স্থানীয় এক মতবিনিময় সভায় প্রবেশের সময় বহিস্কৃত বিএনপি নেতা ও তার অনুসারী যুবদল নেতার দ্বারা সাংবাদিক লুৎফর রহমান মারধরের শিকার হন। লুৎফর রহমান দৈনিক সোনার দেশকালবেলা পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি।
 

হামলার ঘটনায় শনিবার (২৫ অক্টোবর) চারঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি ময়েন উদ্দিন পিন্টু, সাধারণ সম্পাদক মিজান, যুগ্ম সম্পাদক মাইনুল হক সান্টু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আশা, অর্থ সম্পাদক মিঠু রানা, দপ্তর সম্পাদক জুবায়ের ইসলাম, সিনিয়র সদস্য শফিকুল ইসলাম এবং অন্যান্য সাংবাদিকরা একযোগে আসামীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫