|
প্রিন্টের সময়কালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৩১ অপরাহ্ণ

ইসরায়েলি কারাগারে ৫৯ ফিলিস্তিনি বন্দির মৃত্যু


ইসরায়েলি কারাগারে ৫৯ ফিলিস্তিনি বন্দির মৃত্যু


অনলাইন ডেস্ক:-

 

ইসরায়েলি কারাগারে ৫৯ জন ফিলিস্তিনি বন্দি মারা গেছেন, যাদের অধিকাংশই গাজা উপত্যকার বাসিন্দা।
 

মঙ্গলবার বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দি ইসরায়েলি কারাগারে প্রাণ হারিয়েছেন।
 

প্যালেস্টানিয়ান প্রিজন সোসাইটি জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার কারাগারে অন্তত ৫৯ ফিলিস্তিনি বন্দি মারা গেছেন। নিহতদের মধ্যে গাজা উপত্যকার ৩৮ জন বন্দি রয়েছেন। সংস্থাটি অভিযোগ করেছে যে, ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার বন্দিদের মৃত্যুর তথ্য গোপন করেছে।
 

বন্দি কমিশন সোমবার জানায় যে, গাজার বন্দি মুসাব হানি হানিয়াহ ইসরায়েলি হেফাজতে মারা গেছেন। ৩৫ বছর বয়সী হানিয়াহকে ২০২৪ সালের ৩ মার্চ ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজার খান ইউনিস শহর থেকে আটক করেছিল। তার পরিবার জানায়, আটক হওয়ার আগ পর্যন্ত হানিয়াহ সুস্থ ছিলেন।
 

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ১৯৬৭ সালে পশ্চিম তীর এবং গাজা দখলের পর থেকে ইসরায়েলি কারাগারে কমপক্ষে ২৯৬ ফিলিস্তিনি বন্দি মারা গেছেন। বর্তমানে ইসরায়েলি কারাগারে অন্তত ১০ হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছে, যার মধ্যে গাজা থেকে আটক হওয়া বন্দিরাও রয়েছে।
 

গাজায় ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই তিন-পর্যায়ের চুক্তির মধ্যে বন্দি বিনিময়, স্থায়ী শান্তি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যও রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও, ইসরায়েল দীর্ঘ সময় ধরে গাজায় তার নৃশংস আক্রমণ চালিয়ে গেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫