|
প্রিন্টের সময়কালঃ ০১ ডিসেম্বর ২০২৫ ০৯:৪১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ ডিসেম্বর ২০২৫ ০৭:৩৭ অপরাহ্ণ

আচরণবিধি ভঙ্গ করলেই প্রার্থিতা বাতিল হবে: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার


আচরণবিধি ভঙ্গ করলেই প্রার্থিতা বাতিল হবে: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার


নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার স্পষ্ট জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো শিথিলতা দেখাবে না নির্বাচন কমিশন। তিনি বলেন, “এক্ষেত্রে আমরা কাউকে শোকজ করব না। যে প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন, তার প্রার্থিতা সরাসরি বাতিল করা হবে।”
 

সোমবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে অবস্থিত সায়রা গার্ডেন রিসোর্টে অনুষ্ঠিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

তিনি আরও বলেন, “যেনতেনভাবে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। যেখানে জরিমানার প্রয়োজন, সেখানে জরিমানা এবং যেখানে কারাদণ্ডের প্রয়োজন, সেখানে জেল দেওয়া হবে। মাঠে ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক তৎপর থাকবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”
 

পোস্টারবিষয়ক নির্দেশনা প্রসঙ্গে ইসি আনোয়ারুল জানান, “এবার নির্বাচনের সময় কোনো পোস্টার থাকবে না। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই আমরা এ বিষয়ে কঠোর অবস্থান নেব। সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে যা প্রয়োজন, তা করা হবে।”
 

নির্বাচনকেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “কমিশনের অধীনে একটি মনিটরিং সেল থাকবে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে যেকোনো সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। আমাদের বিশ্বাস, এবারের নির্বাচন হবে সর্বোত্তম।”
 

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মোস্তফা হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলীসহ অন্যান্য কর্মকর্তারা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫