|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৪:৪৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ মার্চ ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ণ

রায়পুরায় তিন সন্তানের জননীকে ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকির অভিযোগ


রায়পুরায় তিন সন্তানের জননীকে ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকির অভিযোগ


সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী জেলা প্রতিনিধি:-
 


নরসিংদীর রায়পুরায় সনাতন ধর্মাবলম্বী তিন সন্তানের জননীকে (৪০) ঘরে ঢুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনা জানাজানি হলে স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যার হুমকি দিয়েছে অভিযুক্তরা। সোমবার (১৭ মার্চ) বিকালে ভুক্তভোগী ওই নারী  নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: কলিমুল্লাহ-এর কাছে ঘটনার বর্ণনা দেন বলে জানান, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ। পরে ওই নারী থানায় গেলেও তাৎক্ষনিক থানায় লিখিত অভিযোগ করেননি।
 

এর আগে রোববার (১৬ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার রহিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।ধর্ষণে সহযোগীতাকারীরা ধর্ষণের সময়কার ভিডিও চিত্র মোবাইলে ধারণ করাসহ এবং ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা করার হুমকি দিয়ে চলে যায়।
 

ওই নারী পুলিশকে জানায়,রোববার রাতে তারাবি নামাজ চলাকালে বৃষ্টির সময় একই এলাকার রতন মিয়ার ছেলে রাকিব মিয়া (৩২) ওই নারীর বাড়িতে ঢুকে একা ঘরে পেয়ে ধর্ষণ করে। এসময় উপস্থিত রাকিবের দুই সহযোগী ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে। রাকিব ও তার সহযোগীরা ভুক্তভোগী নারীর কানে ও গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। যাবার সময় ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়।
 

পুলিশ জানায়, অভিযুক্ত রাকিব একজন মাদক কারবারী ও সেবনকারী। সে একাধিক মাদক মামলার আসামী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
 

সোমবার বিকালে ভুক্তভোগী নিজেই নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: কলিমুল্লাহ-এর কাছে  ঘটনার বর্ণনা দেন। ঘটনা শুনে অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনী ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। 
 

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ বলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফোন করে বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি ইন্সপেক্টর তদন্তকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছি। এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেননি ওই নারী। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫