ঢাকায় আসছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়

আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৪ সালে ঢাকায় আসছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে গান গাইবেন তিনি।
এছাড়াও অনুষ্ঠানে দেশের অন্যতম ব্যান্ড মাইলসসহ একাধিক শিল্পীর গান পরিবেশনার কথা রয়েছে।
উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, ‘জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজারবাগ পুলিশ লাইনে গান পরিবেশন করবেন। তাঁকে এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।’
গত ১৯ জানুয়ারি অনুপম রায় তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি রিল শেয়ার করেন। তাতে ক্যাপশন দেন—‘ঝটিকা সফর ঢাকা।’
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, অন্য সব বছরের মতো বিকেলের পরিবর্তে এবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ও কেক কাটা হবে। আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এদিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বইমেলা উদ্বোধন করার কথা রয়েছে। তাই অনুষ্ঠানে পরিবর্তন আনা হয়েছে।
অনুপম রায়ের আগমন উপলক্ষে ঢাকার সংগীতপ্রেমীরা উচ্ছ্বসিত। তাঁর গান শুনতে তারা অধীর হয়ে আছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫