২ কোটি টাকা আয় কাজ না করেই সাবেক মেটা কর্মীর

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সাবেক এক কর্মী বলেছেন, তিনি মেটায় ১ বছর কোনো কাজ না করেই ১ লাখ ৯০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার টাকা) উপার্জন করেছিলেন।
২০২১ সালে মাডেলিন মাচাডো মেটায় নিয়োগ কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন। ওই কোম্পানিতে প্রথম ছয় মাস তার কেমন কেটেছে, তা একটি টিকটক ভিডিওতে বর্ণনা করেছেন তিনি। ওই ভিডিওতে মাচাডো বলেছেন, কীভাবে তার নিয়োগ প্রতিষ্ঠান নতুন কর্মীকে নিয়োগ দিচ্ছিল না। ‘মেটায় কিছু না করেই ১ লাখ ৯০ হাজার ডলার পাওয়া’ এমন শিরোনামে ভিডিওটি প্রকাশ করা হয়েছে।
ভিডিওতে মাচাডো বলেছেন, ‘প্রথম ছয় মাস এমনকি প্রথম বছর পর্যন্ত আমাদের কাছ থেকে কাউকে নিয়োগ দেওয়ার প্রত্যাশা করা হয়নি। সত্যিকার অর্থে বিষয়টি জেনে আমার মাথা ঘুরে গিয়েছিল। যথাযথভাবে বলতে গেলে আমি ভেবেছিলাম এক বছর এভাবেই কাটিয়ে দিতে পারব। তবে আমি তা করিনি।’
মাচাডো আরও বলেছেন, বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করে তার দিন কেটে যেত। মেটার কর্মী নিয়োগ ও তাদের প্রশিক্ষণের পদ্ধতি সব থেকে সেরা বলেও উল্লেখ করেন তিনি। তবে সাবেক এ কর্মী মেটায় অনুষ্ঠিত কিছু বৈঠকের সমালোচনা করেছেন।
মাচাডো বলেন, ‘আরও আশ্চর্যজনক বিষয় হলো, ওই সময়ে সবচেয়ে বেশি বৈঠক করতে হয়েছে। দলগতভাবে অনেক বৈঠক হয়েছে। কেন আমরা বৈঠক করছি? কাউকে নিয়োগ দিচ্ছি না। অন্য প্রতিষ্ঠানও কাউকে নিয়োগ দিচ্ছে না সে কথা শুনতেই বৈঠক করতে হতো। তা ছাড়া আমি এমন একটা দলে ছিলাম যেখানে সবাই নতুন কর্মী ছিলেন। সুতরাং আমরা কেউই কাউকে নিয়োগ দিতে পারিনি।’
কয়েক দিন আগে লিংকডইনেও একই ধরনের ব্যাখ্যা দিয়েছিলেন মাচাডো। তিনি বলেন, ‘মেটায় থাকাকালে প্রথম ছয় মাস আমি কাউকে নিয়োগ দেওয়ার আশা করিনি। প্রথম ছয় মাস পড়াশোনা ছাড়া আমি আর কিছুই করিনি।’
অর্থনৈতিক সংকটের কথা বলে সম্প্রতি দ্বিতীয় দফায় ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মেটা। তারা বলেছে, এ দফায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। সম্প্রতি পাঁচ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ হওয়ার যে পরিকল্পনা করা হয়েছিল, তাও আপাতত বাতিল করে দেওয়া হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫