|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:১১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০১:১৩ অপরাহ্ণ

নির্মাণাধীন বিমানঘাঁটিতে সংঘর্ষ ও গুলি, নিহত যুবক


নির্মাণাধীন বিমানঘাঁটিতে সংঘর্ষ ও গুলি, নিহত যুবক


মঈনুদ্দীন শাহীন ( ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-

 

কক্সবাজারে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও গুলির ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশে সমিতিপাড়ায় এ সংঘর্ষ হয়। এতে শিহাব কবির নাহিদ (৩০) নামে এক যুবক নিহত হন। তিনি সমিতিপাড়ার প্রবীণ শিক্ষক নাছির উদ্দিনের ছেলে। ঘটনায় বিমানবাহিনীর চার সদস্য আহত হয়েছেন।
 

সংঘর্ষের সূত্রপাত.......
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সমিতিপাড়ার পাশের কুতুবদিয়াপাড়ার বাসিন্দা জাহেদ হোসেনের সঙ্গে বিমানবাহিনীর একটি তল্লাশিচৌকিতে হেলমেট পরা নিয়ে বাকবিতণ্ডা হয়। এরপর জাহেদের আত্মীয়স্বজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটি ও সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। আধঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলার পর গুলির শব্দ শোনা যায়। এ সময় শিহাব কবির নাহিদ মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

 

আইএসপিআরের বিবৃতি......
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে বিমানবাহিনীর ‘রুলস অব এনগেজমেন্ট’ অনুযায়ী ফাঁকা গুলি ছোড়া হয়, যা প্রাণঘাতী নয়। স্থানীয় জনগণের ওপর কোনো সরাসরি গুলি চালানো হয়নি। আহত বিমানবাহিনীর সদস্যরা চিকিৎসাধীন রয়েছেন।

 

উত্তেজনা ও নিরাপত্তা ব্যবস্থা......
শিহাবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শতাধিক মানুষ লাঠিসোঁটা নিয়ে বিমানবাহিনীর ঘাঁটির দিকে অগ্রসর হয়। তখন সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল সাড়ে ৩টার দিকে সমিতিপাড়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। শান্তি বজায় রাখতে সেনাবাহিনী, বিমানবাহিনী, র‍্যাব ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

 

স্থানীয়দের প্রতিক্রিয়া.......
সমাজসেবক মোস্তফা সরওয়ার বলেন, "সকাল থেকে অস্থিরতা থাকলেও বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।" বিমানবাহিনীর এক কর্মকর্তা জানান, "নিরাপত্তার স্বার্থে মোটরসাইকেল চলাচলে হেলমেট নিশ্চিত করা হচ্ছে, তবে এ ধরনের হামলা উদ্বেগজনক। হামলাকারীরা ঘাঁটির অবকাঠামোও ভাঙচুর করেছে।"

 

উচ্ছেদ ও পুনর্বাসন প্রসঙ্গ......
কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারণ ও বিমানঘাঁটি নির্মাণের কারণে ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া ও আশপাশের এলাকাবাসী উচ্ছেদ হয়েছে। তাদের জন্য খুরুশকুলে ১৩৭টি ভবনের বিশেষ আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলা হয়েছে। তবে অভিযোগ রয়েছে, উপযুক্ত ব্যক্তিরা বরাদ্দ পাননি এবং অনেকেই পুনরায় আগের জায়গায় ফিরে এসেছেন।

 

বিমানবাহিনীর ব্যাখ্যা......
আইএসপিআর জানায়, কিছু দুর্বৃত্ত বিমানবাহিনীর ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে। একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে যে বিমানবাহিনীর গুলিতে শিহাব নিহত হয়েছেন। তবে গুলির খোসা পরীক্ষা করে দেখা গেছে, এটি ফাঁকা গুলি ছিল। বিমানবাহিনী নিহত শিহাবের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

 

সিদ্ধান্ত ও পরবর্তী পদক্ষেপ.......
বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রশাসন, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ উত্তেজনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫