|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ জুন ২০২৩ ১১:৩০ পূর্বাহ্ণ

বিক্ষোভ শরীয়তপুরে ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে


বিক্ষোভ শরীয়তপুরে ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে


রিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম ও তার কর্মীদের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ইসলামী আন্দোলন জেলা শাখা।

সোমবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের চৌরঙ্গী মোড় থেকে শরীয়তপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুফতি তোফায়েল আহমেদ কাসেমী ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীয়তপুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে কোর্ট সংলগ্ন সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় ইসলামী আন্দোলনে কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


এ সময় সমাবেশে বক্তারা বলেন, আবারো এই সরকার প্রমাণ করল এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে না।

বরিশালে আমাদের নেতা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও তার কর্মীদের ওপর হামলা করা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫