৩৯ নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন কেন্দ্র ভিত্তিক উঠান বৈঠক ও মতবিনিময় সভা সম্পন্ন
হোসেন বাবলা (চট্টগ্রাম):-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থীকে বিজয় করতে এবং জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কেন্দ্র ভিত্তিক উঠান বৈঠক ও মতবিনিময় সভা গতকাল শনিবার রাতে সম্পন্ন হয়েছে।
নগরীর ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড- ইপিজেড থানার অন্তর্গত হযরত আলী শাহ পাড়া, হোন্দল পাড়া,ফকির আহম্মদ পাড়া নির্বাচনী কেন্দ্র ভিত্তিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আশরাফ উদ্দিন।
গতকাল অনুষ্ঠিত হোন্দল পাড়া নির্বাচনী প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও নগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ জাবেদ আনসারী, ইপিজেড থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক -মোঃ ইমরান খান, ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শরীফ, সাবেক সাংগঠনিক সম্পাদক -মোঃ আলমগীর, বিএনপি নেতা সুমন রহমান, রাশেদুল আলম রাসেদ,যুবদলের এজেএম সোহেল,তাতীদলের জাহেদ আনসারী, স্বেচ্ছাসেবক দলের মোঃ সাইফুল ইসলাম,রায়হান সাদ্দাম রানা, ছাত্রদলের আকিব জাভেদ সহ থানা, ওয়ার্ড, ইউনিট বিএনপির প্রবীণ রাজনীতিবিদ গণ উপস্থিত ছিলেন।
আগামী ১৪নভেম্বর ,শুক্রবার বাদে মাগরিব দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন পাড়া ও ইউনিট - কেন্দ্রের সমন্বয়ে উঠান বৈঠকে সফল করার লক্ষ্যে এক প্রস্তুতির সভা সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন সাবেক ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সম্ভাব্য প্রার্থী ইসরাফিলস খসরু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাবেক কাউন্সিলর, বিএনপির সভাপতি সারফরাজ কাদের রাসেল।
এদিকে সকল উঠান বৈঠক ও মতবিনিময় সভা থেকে জানানো হয়েছে যে, আগামীতে বিএনপি'র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর বিএনপির নির্দেশনা অনুযায়ী দলের প্রার্থী যে হোক না কেন ধানের শীষের প্রার্থী কে জয়ী করতে সর্বাত্মক চেষ্টা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫