|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৫২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২৩ অপরাহ্ণ

কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি প্রধান উপদেষ্টার কাছে


কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি প্রধান উপদেষ্টার কাছে


ঢাকা প্রেস নিউজ

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার প্রেক্ষিতে, ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। শিক্ষার্থীরা মৌখিকভাবে কুয়েটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন।
 

রোববার, বেলা সাড়ে ৩টায়, শিক্ষার্থীরা রাজধানী ঢাকা গিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেন। তারা দুটি বাসে করে ঢাকা পৌঁছান এবং সেখান থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার দপ্তরে গিয়ে ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, উপাচার্য এবং উপ-উপাচার্যকে অপসারণ এবং নতুন নিয়োগ প্রদান। তারা কুয়েটের সংঘর্ষ পরবর্তী সার্বিক পরিস্থিতি সম্পর্কে মৌখিকভাবে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
 

শিক্ষার্থীরা জানান, প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন যে, বিষয়টি তিনি দেখবেন। এখন শিক্ষার্থীরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন এবং আপাতত তাদের কোনো নতুন কর্মসূচি নেই। তাদের বিশ্বাস, সরকার এ সংকটের সমাধান করবে।
 

এর আগে, সকাল ৮টায় কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা দুটি বাসে করে ঢাকা রওনা দেন। তাদের মাথায় লাল কাপড় বাঁধা ছিল। যাত্রা শুরুর আগে প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে তারা নিরাপত্তাহীন। এজন্য তারা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়ে নিরাপদ স্থানে চলে যাবেন। তারা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ফিরবেন না এবং অনলাইনে কার্যক্রম চালিয়ে যাবেন।
 

এক প্রশ্নের উত্তরে তারা জানান, উপাচার্যসহ কয়েকজন শিক্ষক দাবি করছেন যে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। হামলাকারীরা চিহ্নিত হলেও তাদের বাদ দিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। কুয়েটে হামলার সময় অস্ত্রধারীদের নাম, পরিচয় এবং ছবি প্রকাশ করা হলেও, তাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
 

উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিরোধের পর ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর থেকে শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫